Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সাভারের দগ্ধ ৭ যুবককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Main Image

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট


সাভারের আমিন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাত যুবককে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে তাদেরকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

দগ্ধ যুবকদের শরীরে ৬ থেকে ২৮ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক।

দগ্ধরা হলেন মো. রায়হান (২৩), মো. মোনানুল (২১), মো. আলা-আমিন (২৬), মো. রুবেল (২৪), মো. জুয়েল (২৬), মো. নাহিদ (২০), ও মো. হাদিম (২০)।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘরে আড্ডা দিচ্ছিলেন সাভারের ৭ যুবক। এক পর্যায়ে এক যুবক সিগারেট ধরানোর জন্য ম্যাচ জ্বালালে বদ্ধ ঘরে জমে থাকা গ্যাস ও আগুনের স্পর্শে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন