Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আল-শিফা হাসপাতালের আইসিইউয়ে থাকা সব রোগীর মৃত্যু

Main Image

গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতাল অবরুদ্ধ করে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সেনারা


ইসরায়েলি সেনারা অবরুদ্ধ করে অভিযান পরিচালনার পর গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) থাকা সব রোগীরই মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে এ তথ্য জানান। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানিয়েছে, হাসপাতালটির আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনেরই মৃত্যু হয়েছে।

আল শিফার পরিচালক বলেন, হাসপাতালে আটকা পড়েছেন রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেয়া মিলিয়ে ৭ হাজার লোক। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে।

আল জাজিরাকে সালমিয়া বলেন, হাসপাতালে জ্বালানি বিদ্যুৎ, খাবার, পানি- কোন কিছুই নেই। প্রতিমুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। গত তিন দিন ধরে হাসপাতালটি অবরোধে রাখা হয়েছে। সব মিলিয়ে হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক। তবে চিকিৎসকরা এখনও রোগীর সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, আল শিফা হাসপাতালকে নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. আহমেদ মোখল্লালতি জানান, তারা হাসপাতাল চত্বরে মৃতদেহ দাফন করছেন।

আরও পড়ুন