Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বরিশাল বিভাগীয় স্বাস্থ্যের নতুন পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল

Main Image

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের নতুন পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ আদেশ পেলেন ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ডক্টর টিভিকে নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেন তিনি। 

এরআগে, বুধবার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার উপসচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়। 

প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে (ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল) নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে। 

প্রসঙ্গত: এরআগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন ১৯৯৩ সালে (১৪তম ব্যাচ)। পরবর্তীতে ১৯৯৭ সালে ১৭তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ করেন। 

আরও পড়ুন