Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন পাকিস্তানের ৩টি শহর

Main Image

গত কয়েকদিন ধরে লাহোরের বায়ুমানের সূচক ৪০০-এর কাছাকাছি রয়েছে


পাকিস্তানের পূর্বাঞ্চলের লাহোরসহ তিনটি শহরে বিষাক্ত ধোঁয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় ৩টি শহরের স্কুল, অফিস, শপিংমল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। সূত্র : বিবিসি।

গত কয়েকদিন ধরে লাহোরের বায়ুমানের সূচক ৪০০-এর কাছাকাছি রয়েছে, যা ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।

আমির হামজা নামে লাহোরের এক বিক্রয়কর্মী বলেন, বিষাক্ত পরিবেশ এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে। মনে হচ্ছে বিষাক্ত পরিবেশ আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।

লাহোরের আরেক বাসিন্দা সারা জিশান বলেন, দূষণের কারণে তার দেড় বছর বয়সী মেয়ের মুখের ভেতরে ফোসকা পড়ায় সে কিছুই গিলে খেতে পারছে না।

আরও পড়ুন