Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আইপিডিআই হাইপারটেনশন ম্যানুয়াল বইয়ের মোড়ক উন্মোচন

Main Image

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে আইপিডিআই হাইপারটেনশন ম্যানুয়াল (IPDI Hypertension Manual) বইয়ের মোড়ক উন্মোচন


উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে আইপিডিআই হাইপারটেনশন ম্যানুয়াল (IPDI Hypertension Manual) বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের ক্রেটারি জেনারেল, বাংলাদেশের প্রথিতযশা কার্ডিওলজিস্ট ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মহসিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজির বিভাগীয় প্রধান ও  সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল।

380551432_243536938728350_394922698744720371_n

এছাড়া অন্যান্য ইউনিট প্রধানসহ ডিপার্টমেন্টের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, পোস্টগ্র‍্যাজুয়েট ছাত্রছাত্রীবৃন্দ, ডিপার্টমেন্টে কর্মরত ইন্টার্ন চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা বলছেন, আইপিডিআই ফাউন্ডেশানের হাইপারটেনশান ম্যানুয়াল বইটি অত্যন্ত সমৃদ্ধ এবং গোছানো। হাইপারটেনশান সম্পর্কে সম্যক আইডিয়া পেতে বইটি অবশ্যপাঠ্য। বইটি সারা বাংলাদেশে হাইপারটেনশান ম্যানেজমেন্টের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন