Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


চমেকে বার্ন ইউনিট নির্মাণ কাজ দ্রুত শুরু করতে চায় চীন

Main Image

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভায় যোগ দেন চীন সরকারের চার সদস্যের প্রতিনিধিসহ অন্যরা


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (২ নভেম্বর) চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভায় চীন সরকারের চার সদস্যের প্রতিনিধিদল এ কথা বলেন। এ সময় বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান উপস্থিত ছিলেন। 


অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, চমেক হাসপাতালের বার্ন ইউনিটের নির্মাণ কাজ প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প। তাই অতি দ্রুত কাজ শুরু করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।প্রকল্পটি বিশেষ বিবেচনায় দ্রুততার সাথে অনুমোদন পেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।


চীনের প্রতিনিধি দল জানান যে, নির্মাণ কাজ শুরু করার জন্য তাদের ডিজাইন, ইন্সট্রুমেন্ট, ইকুইপমেন্ট ও ফার্নিচার লিস্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ডিপিপি অনুমোদন হলেই তারা টেন্ডার আহ্বান করবেন।


বৈঠকে জানানো হয়, চমেক হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণ প্রকল্পের ডিপিপি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আগামী কয়েকদিনের মধ্যেই পরিকল্পনা মন্ত্রানালয়ে যাবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে। চীনা কর্তৃপক্ষের সাথে অন্যন্য ক্ষেত্রে কিভাবে আরও সহোযোগিতা করা যায়- সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। 


পরে চীনের প্রতিনিধি দল বার্ন ইউনিট নির্মাণের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন করেন। তারা সেখানকার কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন চীনের প্রতিনিধি দল। 

আরও পড়ুন