Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডা. কাজেম হত্যার প্রতিবাদে চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বার বন্ধ

Main Image

ডা. কাজেম হত্যার প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) চর্মরোগ বিশেষজ্ঞদের চেম্বার বন্ধের ঘোষণা


রাজশাহী অঞ্চলের জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদ ও খুনীদের শনাক্ত করে গ্রেফতারের দাবিতে আজ সোমবার (৩০ অক্টোবর) সারাদেশে প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল ও মহাসচিব অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী স্বাক্ষরিত শোক সংবাদ ও প্রতিবাদ লিপিতে এই ঘোষণা দেয়া হয়েছে। 

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সকল সদস্যকে এই সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

আরও পড়ুন:

সন্ত্রাসী হামলায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম খুন

উল্লেখ্য, রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে জনপ্রিয় চর্ম, এলার্জি, যৌন, কুষ্ঠ রোগ ও কসমেটিক সার্জন ডা. গোলাম কাজেম আলী আহমেদকে গভীর রাতে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য (৩৪০) ছিলেন তিনি। 

আরও পড়ুন