Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যের সাবেক ডিজি অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহর মৃত্যু

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহ


স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. সিফায়েত উল্লাহ আর নেই। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহ স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে ডা. খন্দকার মোহাম্মদ সজীব দেশেই চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেয়ে সানজিদা খন্দকার দেশের বাইরে লেখাপড়া করছেন।

আগামীকাল সোমবার তার মরদেহ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

আরও পড়ুন