Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনী বিশেষজ্ঞ চিকিৎসক নিহত

Main Image

ফিলিস্তিনী গাইনাকোলজিস্ট ও গবেষক প্রফেসর ডা. ওমর ফেরওয়ান


ফিলিস্তিনের গাজায় বিমান হামলায় সম্প্রতি নিহত হয়েছেন গাজার ইসলামিক ইউনিভার্সিটির মেডিসিন স্কুলের সাবেক ডীন প্রফেসর ডা. ওমার ফেরওয়ান। হামলায় তাঁর চিকিৎসক মেয়েসহ পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। 

প্রফেসর ডা. ওমর ফেরওয়ান একজন গাইনাকোলজিস্ট ও গবেষক ছিলেন।

এরআগে ইসরায়েলি মিসাইল হামলায় নিজ বাসায় নিহত হন গাজার আল শেফা হাসপাতালের বার্ন এবং প্লাস্টিক বিভাগের সার্জন অধ্যাপক ডা. মিদহাত সাইদাম।

চিকিৎসকদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা নতুন কিছু নয়। এর আগে আহতদের সেবা প্রদানকারী চিকিৎসকদের উপর বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। 

আরও পড়ুন