Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. জহিরুল হক হত্যা মামলার আরও ৩ আসামি গ্রেফতার

Main Image

সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক


শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যা মামলার আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। গ্রেফতার আসামীরা হলো: মামলার প্রধান আসামী খুনি পাপ্পুর স্ত্রী রোকসানা আলম সুমি (৪০), ছেলে আরহাম আজিজ (১৯) ও আহনাফ আজিজ।

আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের তথ্য বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায়  ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। 

উল্লেখ্য, সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল হক সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এরআগে, শনিবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় নিজের চেম্বারে সন্ত্রাসী হামলার শিকার হন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক। শাপলা টাওয়ার নামে একটি ভবন পরিচালনা কমিটির দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। হামলায় তাঁর স্ত্রীও আহত হন।

ছুরিকাঘাতের পর পরই গুরুতর আহত ডা. জহিরুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। আরও উন্নত চিকিৎসার জন্য পরদিন রোববার (২২ অক্টোবর) সকালে তাঁকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সোমবার সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

শনিবার (২০ অক্টোবর) ডা. জহিরুল হক হত্যাকাণ্ডের পর পরই হামলাকারী ও মামলার প্রধান আসামি সালাউদ্দিন মোর্শেদ পাপ্পুকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন