Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান আর নেই

Main Image

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান


খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান আর নেই। আজ বুধবার (২৫ অক্টোবর) ভোররাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে রাজধানীর  ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর তথ্য জানিয়ে ফেসবুক টাইম লাইনে শেয়ার করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. ইশতিয়াক ফাহিম শুভ। তিনি জানান, আজ জোহর নামাজের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে  অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান স্যারের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। 


সদ্য প্রয়াত অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান।


স্যারের আত্মার চিরশান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন তাঁর শিক্ষার্থী ও সহকর্মীরা। 

আরও পড়ুন