Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


হাসপাতাল থেকে আজ ছাড়া পাচ্ছেন রাষ্ট্রপতি

Main Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


হাসপাতাল থেকে আজ বুধবার (২৫ অক্টোবর) হোটেলে ফিরছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি চিকিৎসা নিয়েছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামীকাল (আজ বুধবার) হোটেলে ফিরবেন। রাষ্ট্রপ্রধান কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন তিনি।

এর আগে ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির সফলভাবে বাইপাস সার্জারি হয়। কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারি হয় তার। সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। পরে দেওয়া হয় কেবিনে।


১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। তার সঙ্গে সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা রয়েছেন।

আরও পড়ুন