Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ভৈরবের হাসপাতাল-ক্লিনিকে আহতদের ভীড়

Main Image

ভৈরবের হাসপাতাল-ক্লিনিকে আহতদের ভীড়


ভৈরবে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর বেড়েই চলেছে নিহত ও আহতদের সংখ্যা।  আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকগুলোতে নেয়া হয়েছে। সেখানে চলছে আহতদের আহাজারি। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

ভৈরবের ট্রেন দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।


এদিকে, ট্রেনটিতে থাকা স্বজনদের খোঁজে ভৈরবে ছুটে আসছেন অনেকে। দিকবিদিক ছোটাছুটি করলেও অনেকে খোঁজ পাচ্ছেন না প্রিয়জনের। তাই তো হাসপাতালগুলোতেও ছুটে যাচ্ছেন তারা।

আরও পড়ুন