Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


চমেবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দুই সচিবের

Main Image

 স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সৌজন্য স্বাক্ষাত


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। 

রোববার (২২ অক্টোবর) চমেবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খান সৌজন্য স্বাক্ষাত করতে গেলে সচিবদ্বয় এই আশ্বাস দেন। 

স্বাক্ষাতকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া উপস্থিত ছিলেন। তারা মেডিকেল শিক্ষা ও সেবার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন