Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে : ডক্টরস উইদাউট বর্ডারস

Main Image

ইসরায়েলের অবিরত বিমান হামলায় ফিলিস্তিনের গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস


ইসরায়েলের অবিরত বিমান হামলায় ফিলিস্তিনের গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস। সংস্থাটির তথ্য অনুযায়ী গাজার  হাসপাতালগুলিতে চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল শেফা হাসপাতাল। সেখানেই মূলত আহত রোগীদের সর্বোচ্চ অস্ত্রোপচার সুবিধা রয়েছে। হাসপাতালটিতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টরস উইদাউট বর্ডারস। সূত্র : তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আহত ও অসুস্থদের পাশাপাশি হাসপাতালগুলোতে শত শত গৃহহীন ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। হাসপাতালের ভেতরে হাঁটাচলা করাও অনেক কঠিন হয়ে পড়েছে। আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ধারণা হাসপাতাল একটি নিরাপদ জায়গা। কিন্তু বাস্তবে গাজায় কোন নিরাপদ জায়গা নেই। হাসপাতালে পর্যাপ্ত স্থান নেই. এমন রোগী আছে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন তবুও বেড খালি না থাকায় মাটিতে শুয়ে আছেন।

রাফাহ ক্রসিং দিয়ে সহায়তা পাঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস।

আরও পড়ুন