Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় ১৬টি নরমাল ডেলিভারি

Main Image

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১৬ টি বাচ্চা নরমাল ডেলিভারিতে জন্ম


চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১৬ টি বাচ্চা নরমাল ডেলিভারিতে জন্মগ্রহণ করেছে। শনিবার (২১ অক্টোবর) ডক্টর টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ। সকল নবজাতক ও প্রসূতি মায়েরা সুস্থ আছেন বলে জানান তিনি।

ডা. নুরুদ্দীন রাশেদ আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে ডেলিভারি কার্যক্রমে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. সুমনা আক্তার। সঙ্গে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার, সিনিয়র স্টাফ নার্স সুমিত্রা পাটোয়ারী, সিনিয়র স্টাফ নার্স  মেহরুন্নেসা, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ নুরুল আফসার, মিডওয়াইফ তাসলিমা আক্তার, মিডওয়াইফ রাফিন আক্তার, মিডওয়াইফ ফাতেমা আক্তার এবং অন্যান্য কর্মচারী।

আরও পড়ুন