Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


রাষ্ট্রপতিকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

Main Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বঙ্গভবন প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গত বুধবার (১৮ অক্টৈাবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে সফলভাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি সম্পন্ন হয়।

হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারি করা হয়। এরপর থেকে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা। 

আরও পড়ুন