Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত

Main Image

গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত


ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল-আহলি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বর্বর ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে গাজার হামাস সরকার। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিতে শত শত অসুস্থ এবং আহত রোগী ছিলেন। এছাড়াও ইসরায়েলি হামলার কারণে ঘরছাড়া লোকেরাও সেখানে আশ্রয় নেন। 

টানা ১২ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

আরও পড়ুন