Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমআরসিপি পেসেস পরীক্ষা দেয়া যাবে বাংলাদেশ থেকে: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


মর্যাদাপূর্ণ এমআরসিপি পেসেস (ইউকে) পরীক্ষা এখন থেকে বাংলাদেশে থেকেই দিতে পারবেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু পেসেস পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, ক্লিনিক্যাল পরীক্ষায় এমআরসিপি পরীক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশের প্রায় ১০০০ প্রার্থী অপেক্ষমাণ আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসক এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করেন। বাংলাদেশের নিকটবর্তী দেশ হিসেবে ভারত ও সিঙ্গাপুরে এই পরীক্ষাটিতে অংশ নেওয়া যায়। এছাড়া বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশ কুয়েত, ওমান, কাতার, মিশর, মালয়েশিয়ায় এমআরসিপি পেসেস পরীক্ষা কেন্দ্র রয়েছে, যেগুলোতে অংশ নেওয়া যায়। কিন্তু এসব দেশে পরীক্ষা যেমন ব্যয়বহুল তেমনি অংশ নেওয়া কঠিন। এজন্য দেশে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় দেশের চিকিৎসকদের অনেক সুবিধা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন দেশেরই বাইরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে প্রতি প্রার্থীকে প্রায় ২-৩ লাখ টাকা করে ব্যয় করতে হতো। এখন বাংলাদেশে এটি আয়োজন করা গেলে দেশের প্রার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শহীদুল্লাহ প্রমুখ।

সভায় মূল প্রবন্ধ তুলে ধরেন রয়েল কলেজ অব ফিজিশিয়ান অব এডিনবার্গের ওভারসিস আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক কাজী তারিকুল ইসলাম।

আরও পড়ুন