Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক নিয়োগ পরীক্ষা ২০ অক্টোবর

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর (শুক্রবার)। শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপার স্পেশালাইজড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ৩-৯ গ্রেডভুক্ত আবেদনকারীরা ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে তাদের নিজ নিজ মোবাইল নাম্বারে প্রাপ্ত ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবেন।

এদিকে, অফলাইনে আবেদনকারীদেরকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রোর অফিস (রুম নম্বর-২১৯, ব্লক-বি) থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ১০ থেকে ২০ গ্রেডভুক্ত আবেদনকারীদেরকে তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়ব সাইটের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন