Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিশ্ব মেরুদণ্ড দিবস আজ

Main Image

১৬ অক্টোবর, বিশ্ব মেরুদণ্ড দিবস


আজ ১৬ অক্টোবর, বিশ্ব মেরুদণ্ড দিবস অর্থাৎ ‘ওয়ার্ড স্পাইন ডে’। দিবসটির  এবারের প্রতিপাদ্য ‘মুভ ইওর স্পাইন’। আমাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতিবছর ১৬ অক্টোবর সারা বিশ্বে পালিত হয় 'বিশ্ব স্পাইন দিবস'।

২০১২ইং সালে (World Federation of Chiropratic -ওয়ার্ল্ড ফেডারেশন অফ চিরোপ্র্যাকটিক) সর্বপ্রথম বিশ্ব স্পাইন দিবসটি চালু করে। সে বছরে দিবসটির থিম বা প্রতিপাদ্য বিষয় ছিল- 'Straighten Up and Move'।

এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল, পিঠ ও কোমর এবং মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো 'মেরুদণ্ড বা শিরদাঁড়া'। যার উপর ভর করে আমরা চলাফেরা করে থাকি। মেরুদণ্ডের কোন সমস্যা হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি মানুষকে সারাজীবনের জন্য পঙ্গুও করে দেয়। পৃথিবীর সব মহাদেশে লক্ষ লক্ষ মানুষ মেরুদন্ড বা শিরদাঁড়া রোগে আক্রান্ত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিকাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোকের মতে, প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্করা তাদের জীবনের কোনও একসময় কোমরের ব্যথা বা পিঠের ব্যথায় ভুগে থাকেন।

আরও পড়ুন