Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ওষুধ সহায়তা পেল শ্রীলঙ্কা

Main Image

ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়ার হাতে ওষুধসামগ্রী হস্তান্তর করেন বিএপিআই’র সভাপতি নাজমুল হাসান পাপন


শ্রীলঙ্কাকে সহায়তা হিসেবে বিপুল পরিমাণে ওষুধ দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই)। বুধবার (১১ অক্টোবর) ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়ার হাতে ওষুধসামগ্রী হস্তান্তর করেন বিএপিআই’র সভাপতি নাজমুল হাসান পাপন। বিএপিআইয়ের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কাকে দেওয়া সহায়তার মধ্যে আছে, বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনেটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মাসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালের উৎপাদিত প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী ওষুধ।

এর আগে, ২০২২ সালে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ সরবরাহ দিয়েছিল।

আরও পড়ুন