সিনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ২১ চিকিৎসককে
সিনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ২১ চিকিৎসককে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সেবা বিভাগের পার- শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির ০৪-১০-২০২৩ তারিখের সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার/সার্ভিসে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৫ম গ্রেডে টাকা ৪৩,০০০-৬৯৮৫০/- বেতনক্রমে সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যাবহিত পূর্বের কর্মস্থলে নিয়োগ (ইনসিটু) করা হলো।
আরও পড়ুন