Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন স্বাস্থ্যসেবা সচিবের শ্রদ্ধা

Main Image

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া করছেন স্বাস্থ্যসেবা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন  স্বাস্থ্যসেবা বিভাগের নবনিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সাইফুল্লাহিল আজম, যুগ্মসচিব (প্রশাসন) আঞ্জুমান আরা, যুগ্মসচিব (বিশ্বস্বাস্থ্য) মামুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগাদন করেন মো. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন