Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


‘ডায়াবেটিস সামাজিক আন্দোলনের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব’

Main Image

ডায়াবেটিস সচেতনতামূলক কর্মশালায় অতিথিরা


ডায়াবেটিস প্রতিরোধকে একটি সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে। শুরুতেই যদি আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে আমরা ডায়াবেটিসসহ অনেক জটিল রোগ প্রতিরোধ করতে পারি।

সোমবার (২ অক্টোবর) ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন সংশ্লিষ্টরা। ডায়াবেটিস সচেতনতাবিষয়ক গবেষণা কর্মের ফল শেয়ারিং উপলক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধীভুক্ত বাডাস-সিএইচআরআই এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের যৌথ পরিচালনায় গবেষণাটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

গবেষণা দলের পক্ষে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের প্রধান গবেষক অ্যাড ফর্টরেল, সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আব্দুল কুদ্দুছ, তাসমিন নাহার, সনজিত কুমার সাহা এবং সরকার আশরাফ উদ্দীন আহমেদ ও গোলাম আজম।

এ সময় সরকারি, বেসরকারি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন