২৫ শে সেপ্টেম্বর, ফার্মাসিস্ট দিবস
আজ ২৫ শে সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ২০১০ সাল থেকে সারাবিশ্বে প্রতিবছর আজকের দিনটিকে ফার্মাসিস্ট দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
ফার্মাসিস্টরা দেশে বিদেশে মানসম্মত ওষুধ তৈরির মাধ্যমে স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি পালিত হয় বাংলাদেশসহ বিশ্বজুড়ে।
একজন ডাক্তার রোগ নির্ধারণ করে ওষুধ দেন, কিন্তু রোগ ও রোগীর ধরন অনুযায়ী মাথা খাটিয়ে সেই ওষুধ বের করেন একজন ফার্মাসিস্ট। ফার্মাসিস্টরা যেমন ওষুধ তৈরি করে, ফার্মেসি পেশার কাজ করে এবং বৈজ্ঞানিক গবেষণার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত থাকে। সুতরাং, ফার্মেসি নিঃসন্দেহে আমাদের বিশ্বস্ত সঙ্গী।
আরও পড়ুন