Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কুমিল্লার হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটার চালু

Main Image

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটার চালু


কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটার চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ শে সেপ্টেম্বর) সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওটি কমপ্লেক্সটির যাত্রা শুরু হয়।

এদিন অস্ত্রোপচারে চীফ সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আক্তার আলম। সহকারী সার্জন ছিলেন ডা. সাদী মাসুদ আল তুরাব (এম.ও)। এনেস্থেশিয়ায় ছিলেন জুনিয়র কনসাল্টেন্ট (এনেস্থেশিয়া) ডা. গোলাম সরওয়ার। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র স্টাফ নার্স জেসমিন আক্তারসহ আয়া ও সংশ্লিষ্ট ওয়ার্ড বয়। 

অস্ত্রোপচারে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার। প্রয়োজনীয় দিক নির্দেশনায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এস এম রাহিদুজ্জামান।

সর্বাত্মক সহযোগিতায় ছিলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারিগণ।

আরও পড়ুন