Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন

Main Image

টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন


টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সা‌র্ভিসের কর্মীরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন