Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতের কেরালায় নিপাহ ভাইরাসের বাংলাদেশি ভ্যারিয়েন্ট শনাক্ত

Main Image

নিপাহ ভাইরাস


‘নিপাহ ভাইরাস’ এর বাংলাদেশি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ভারতের কেরালায়। এতে সংক্রমণ হার তুলনামূলক কম হলেও মৃত্যুর সংখ্যা অনেকে বেশি। এরইমধ্যে ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমিত শনাক্ত হয়েছে ৭শ’র বেশি মানুষ। খবর : রয়টার্স।

কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ইতোপূর্বে বাংলাদেশের মতই কেরালায়  নতুন শনাক্ত হওয়া ভাইরাসটি ততোটা ছোঁয়াচে নয়। তবে, এতে মৃত্যুহার তুলনামূলক বেশি। আক্রান্তদের মধ্যে ৭৭ জন রয়েছেন উচ্চ ঝুঁকিতে। যাদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাছাড়া, দেড় শতাধিক স্বাস্থ্যকর্মীও সংক্রমণের শিকার।

নিপাহভাইরাসজনিত কারণে কোঝিকোড় এলাকা লকডাউন করা হবে কিনা, তা ভেবে দেখছে রাজ্য সরকার। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি বিশেষজ্ঞ দল পৌঁছেছে কেরালায়। এছাড়াও ভাইরাসের প্রকোপ মোকাবিলায় একটি কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল কেরালায় পাঠানো হয়েছে বলে জানান বীনা জর্জ। 

উল্লেখ্য, গত ৩০ আগস্ট থেকে রাজ্যটিতে ছড়িয়েছে নিপাহ ভাইরাস। মূলত বাদুরের লালা থেকে হয় এই সংক্রমণ।

আরও পড়ুন