Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শজিমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের দল

Main Image

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল


বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা করলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক দল। হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং (Health System Strengthening) এর অংশ হিসেবে গত ৯ ও ১০ সেপ্টেম্বর শজিমেক হাসপাতাল পরিদর্শন করেন তারা। এ সময় পরিদর্শকেরা রোগীদের সাথে সরাসরি কথা বলে তাদের হাসপাতালে সেবা নেয়ার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন।

পরিদর্শক দলে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট) মো.আব্দুস সালাম, রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মুহাম্মদ আনোয়ারুল কবিরসহ অনেকে। 

প্রতিবছর স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদানের একটি অন্যতম অংশ হিসেবে ২দিন ব্যাপী এই পরিদর্শনে সার্বিক সহযোগিতা করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিককার আলম, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, অর্থো পেডিকস প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকারসহ অনেকে। 

আরও পড়ুন