Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওয়ার্ল্ড সেপসিস ডে পালিত

Main Image

রাজধানীতে "স্টপ সেপসিস, সেইভ লাইভস" শীর্ষক সিএমই অনুষ্ঠিত


ওয়ার্ল্ড সেপসিস ডে ২০২৩ উপলক্ষে রাজধানীতে "স্টপ সেপসিস, সেইভ লাইভস" শীর্ষক সিএমই অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত সিএমই-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ারের পুরোধা ও ইউনাইটেড হাসপাতালের ক্রিটিকাল কেয়ারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক।

সভাপতিত্ব করেন বাংলাদেশে হেপাটোবিলিয়ারী ও লিভার ট্রান্সপ্লাণ্ট সার্জারীর পাইওনিয়ার সার্জন অধ্যাপক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন বিআরবি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের কনসালটেন্ট ডা. আশরাফ জুয়েল। 

গেস্ট অব অনার ছিলেন প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক নিজাম উদ্দিন চৌধুরী, দেশের প্রসিদ্ধ মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ বাশার।

প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ারের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহা. জাফর ইকবাল এবং আজগর আলী হাসপাতালের ক্রিটিকাল কেয়ারের কনসালটেন্ট ডা. মতিউল ইসলাম।

চমৎকার অনুষ্ঠানের দর্শক সারিতে বিআরবি হাসপাতালের কনসালটেন্ট, চিকিৎসক এবং অনান্য কর্মকর্তারা। সকলকে ধন্যবাদ।

আরও পড়ুন