Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডায়াবেটিস বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার 'বেস্ট অফ এডিএ' অনুষ্ঠিত

Main Image

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি


বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এর উদ্যোগে ও আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার বেস্ট অফ এডিএ ২০২৩।

রবিবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশের এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এস এম আশরফুজ্জামান ।

এ সময় তিনি বলেন, এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে দেশের ডাক্তার ও ডায়াবেটিস রোগীরা উপকৃত হবে ও দেশের স্বাস্থ্যখাত এগিয়ে যাবে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ ধরণের সেমিনার আয়োজন ভবিষ্যতেও অব্যাহ্যত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সদস্যসহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত প্রায় ৫০০ ডাক্তার এখানে অংশগ্রহন করেন।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এর পক্ষে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, হাভার্ড মেডিকেল স্কুল এর সহযোগী অধ্যাপক ডা. মেধা মুনসি ও ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার সহযোগী অধ্যাপক ডা. থেলসা থমাস উইকার্ট। এছাড়াও বিভিন্ন সেশনে বাংলাদেশের ডায়াবেটিক বিশেষজ্ঞরা তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

এন্ডোক্রাইন সোসাইটির সাধারন সম্পাদক ডা. শাহজাদা সেলিমের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মুহাম্মদ হাফিজুর রহমান, ডা. ফারিয়া আফসানা, ডা. মারুফা মোস্তারী, ডা. নাজমুল কবির কুরেশী, ডা. দেবাশিস দাস প্রমুখ

প্রসঙ্গত, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ও ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় বেস্ট অফ এডিএ।

আরও পড়ুন