Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ভারত থেকে স্যালাইন আমদানি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে সাড়ে ৩ লাখ স্যালাইন পৌঁছাবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমদানি হলে স্যালাইন সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজন হলে আরও আমদানি করা হবে। ডেঙ্গু রোগীও বাড়ছে, মানিকগঞ্জে এর আগে এত ডেঙ্গু রোগী ছিল না। প্রতিটি জেলাতে এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, মশা বাড়ছে তাই ডেঙ্গু রোগীও বাড়ছে, মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা কমবে না রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না, ইতিমধ্যে ৭০০ বেশি মৃত্যু হয়েছে।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে মশা নিধনে ভাল করে স্প্রে করছে। কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওইসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম।

ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এজন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এডিস মশা নিধনে যথাযথ কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলে মিলে কাজ করলে কোভিড নিয়ন্ত্রণ যেভাবে করা হয়েছে, ডেঙ্গুও সেভাবে নিয়ন্ত্রণ করা হবে।

আরও পড়ুন