Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হুইল চেয়ার উপহার পেল বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স

Main Image

ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার পক্ষ থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়


ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লার পক্ষ থেকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ টি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপহার গ্রহন করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। হুইল চেয়ার উপহার প্রদান করায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

এ সময় আরএমও ডা. সিফাত সালেহ, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি মো. ইলিয়াছ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, ওরাই আপনজন সংগঠনের দপ্তর সম্পাদক মো. মহিন উদ্দিন, মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন