Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ মমেক শিক্ষক সমিতির

Main Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল


রোগীর স্বজনদের দ্বারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. এহসানুর রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। 

প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৬ সেপ্টেম্বর) চিকিৎসা প্রদানকালে স্বজনদের হাতে হামলার শিকার হন কয়েকজন ইন্টার্ন চিকিৎসকরা। পরবর্তীতে পুলিশ ফাঁড়িতেও নিগৃহীত হন। হামলায় গুরুতর আহত ইন্টার্ন চিকিৎসকরা বর্তমানে মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

ইন্টার্ন চিকিৎসকদের ওপ অমানবিক, হিংস্র ঘটনার তীব্র নিন্দ জানিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শিক্ষক সমিতি। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করাসহ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। 

আরও পড়ুন