Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রাষ্ট্রপতির কাছে বিএসএমএমইউর বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করলেন ভিসি

Main Image

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিএসএমএমইউর ভিসি


রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান ভিসি। তিনি রাষ্ট্রপতির কাছে  বিএসএমএমইউর চিকিৎসাসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গতিশীল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।

এ সময় রোগীর সেবা ও গবেষণায় আরও বেশী মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন। তিনি বিএসএমএমইউর কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন