Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সিএমএএওর নতুন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

Main Image

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন


কনফেডারেশন অব মেডিকেল অ্যাসোসিয়েশন ইন এশিয়া অ্যান্ড ওশানিয়ার (সিএমএএও) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রথমবারের মতো তিন দিনব্যাপী সিএমএএও’র ৩৭তম সাধারণ সভা এবং ৫৮তম কাউন্সিল অধিবেশন শুরু হয়।সভার প্রথমদিনেই সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি।

সিএমএএও’র এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, হংকং, জাপান, কোরিয়া, ফিলিপাইন, মালেশিয়া ও সিঙ্গাপুরের মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতারা নিজ নিজ দেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংগঠনিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

আরও পড়ুন