Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


দাদীর লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নাতির মৃত্যু

Main Image

অ্যাম্বুলেন্সে দাদির লাশ নিয়ে ঢাকা থেকে দিনাজপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন হৃদয় মাহিন আলভি (২৩)


অ্যাম্বুলেন্সে দাদির লাশ নিয়ে ঢাকা থেকে দিনাজপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন হৃদয় মাহিন আলভি (২৩)। এতে আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক মিঠুন (৩৫)।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মাহিন আলভি দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার মোকতাদুর রহমানের ছেলে।আহত অ্যাম্বুলেন্স চালক মিঠুন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, দাদির মরদেহ নিয়ে ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে দিনাজপুরে ফিরছিলেন হৃদয় মাহিন। পথে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় পৌঁছালে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয়। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক মিঠুনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। আর অ্যাম্বুলেন্সটি আমাদের থানা হেফাজতে রয়েছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন