Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নার্সিং শিক্ষা ও গবেষণায় চমেবিকে সহায়তার আশ্বাস ইয়েনশি ইউনিভার্সিটি অফ মেডিসিনের

Main Image

দক্ষিণ কোরিয়ার ইয়েনশি ইউনিভার্সিটি অফ মেডিসিনের প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সাথে সৌজন্য সাক্ষাৎ


দক্ষিণ কোরিয়ার ইয়েনশি ইউনিভার্সিটি অফ মেডিসিনের প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সাক্ষাৎকালে নার্সিং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে কোরিয়ান প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেন।

এ সময় চমেবির ভিসি উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে চমেবির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং প্রতিনিধি দলকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহবান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক ও চমেবির উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন