Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


জ্বর কোন রোগ নয়, এটি রোগের উপসর্গ : বিশেষজ্ঞ অভিমত

Main Image

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ইভ্যালুয়েশন অফ ফেভার (Evaluation of Fever) শীর্ষক সিএমই অনুষ্ঠিত


জ্বর আসলে কোন রোগ নয়। এটি রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র। অনেক সময় সর্দিকাশির মতো সাধারণ সংক্রমণের ফলে জ্বর  হতে পারে। আবার গুরুতর কোন রোগের উপসর্গও হিসেবেও জ্বর আসতে পারে।

শনিবার (২৬ আগস্ট) কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইভ্যালুয়েশন অফ ফেভার (Evaluation of Fever) শীর্ষক সিএমই-তে বিশেষজ্ঞ আলোচকেরা এসব কথা বলেন।  

তারা বলেন, জ্বর আসার পর প্রথম দুই-তিনদিন কেবল প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যেতে পারে। কিছুতেই এন্টিবায়োটিক দেয়া যাবে না। এ সময়ের মধ্যে জ্বর সেরে না গেলে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ মাফিক পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ সেবন করতে হবে। 

সিএমই-তে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. ভাস্কর কিশোর মহলানবীশ। সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। সায়েন্টিফিক পার্টনার ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আরও পড়ুন