Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নারী-পুরুষ উভয়েরই ডিমেনশিয়া হতে পারে : বিশেষজ্ঞ অভিমত

Main Image

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ডিমেনশিয়া বিষয়ক বৈজ্ঞনিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা


নারী-পুরুষ উভয়েই ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়ায় আক্রান্ত হতে পারেন। এসব রোগীদের অবহেলা বা হেয় না করে তাদের যত্ন ও চিকিৎসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া রোগের কারণ, ধরন, চিকিৎসা ও সচেতনতা বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা। 

এতে বক্তারা বলেন, সামাজিক কাজে সম্পৃক্ত ব্যক্তিরা ভুলে যাওয়া রোগে কম আক্রান্ত হন। মাদক, ধূমপানে আসক্ত, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও ডায়াবেটিস রোগীদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। প্রথম দিকে চিকিৎসকের পরামর্শে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে পরিবার ও সমাজের সহযোগিতায় রোগী তার অবস্থার উন্নতি করতে পারেন।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মালিহা হাকিম। তিনি ডিমেনশিয়া রোগের আদ্যোপান্ত উপস্থাপন করেন।

সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম।
ডা. তৌফিকুন্নবী খানের সঞ্চালনায় বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক কর্নেল ডা. গোলাম কাওনাইন, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী নাসিম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম।

বিএমএ কুমিল্লার সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, স্বাচিপ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম। ধন্যবাদ জানান বিএমএ কুমিল্লার সহসভাপতি ডা. মো. মজিবুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন