Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সিলেটের ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

Main Image

সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল


সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২৩ আগস্ট) দুপুরে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন  ইন্টার্ন চিকিৎসকরা।

এরআগে, নিরাপত্তা নিশ্চিত করা ও কুইক রেসপন্স টিম গঠনের দাবিতে টানা দুই দিন ধরে কর্মবিরতি পালন করেন তারা। কর্তৃপক্ষের তিনদফা বৈঠকের পরেও কোনো সুরাহা হচ্ছিল না। দাবি পূরণের জন্য আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মবিরতি অব্যাহত রেখেছিল ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে তারা।

উল্লেখ্য, সোমবার (২১ আগস্ট) বিকেলে রোগীর মৃত্যুর জের ধরে হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় স্বজনেরা। এ সময় দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদেরও হেনস্তা করে তারা। এ ঘটনায় ৪ জনকে আটক করা হলেও হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন