Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিলেন বিদেশী চিকিৎসক

Main Image

ঢকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাত কর্মদিবসের প্রশিক্ষণ গ্রহণ করলেন নেপালের ভিরাট মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রফেসর রুহিত প্রাসাদ ইয়াদব


এখন দেশের বাইরের বিখ্যাত চিকিৎসকরাও প্রশিক্ষণ নিতে আসেন বাংলাদেশি চিকিৎসকদের কাছে।

এরই ধারাবাহিকতায় ঢকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাত কর্মদিবসের প্রশিক্ষণ গ্রহণ করলেন নেপালের ভিরাট মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রফেসর রুহিত প্রাসাদ ইয়াদব। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিশেষ ডা.  মাশফিক আহমেদ ভুঁইয়ার অধীনে Endoscopy Colonoscopy & ERCP বিষয়ক প্রশিক্ষন নেন তিনি।

সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করেন ঢামেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালমা সুলতানা।

368259353_645691900995143_251959126799479134_n

আরও পড়ুন