Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


দেশে এক বছরে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা


দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২ হাজার ১শ’ ৯১ জন। যা এক বছরে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড। এরআগে, ২০১৯ সালে বছরজুড়ে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩শ’ ৩৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। 


সোমবার (২১ আগস্ট) শেষ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে এক বছরে রেকর্ড ৪৮৫ জন ডেঙ্গুরোগী মারা গেলেন। 

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১শ’ ৯৭ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮শ’ ৭২ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩শ’ ২৫ জন। 

আরও পড়ুন