Advertisement
Doctor TV

বুধবার, ১৪ মে, ২০২৫


ময়মনসিংহ মেডিকেলের কার্ডিওলজি বিভাগে অটোমেশন পদ্ধতি চালু

Main Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের  কার্ডিওলজি বিভাগে অটোমেশন পদ্ধতি উদ্বোধন করছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস


জনগণের স্বাস্থ্য সেবাকে আরও দ্রুত ও সহজ করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের  কার্ডিওলজি বিভাগে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। সম্প্রতি (৮ আগস্ট) অটোমেশনের মাধ্যমে রোগীর ছাড়পত্র প্রদান উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস। এ সময় কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল, উপ-পরিচালক ডা. জাকিউল ইসলামসহ বিভাগের অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।  

খুব শীঘ্রই পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য বিভাগও অটোমেশনের আওতায় আসবে বলে আশা ব্যক্ত করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস।

এদিকে, হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, কার্ডিওলজি বিভাগে অটোমেশন পদ্ধতি চালু করায় রোগীদের সেবা অনেক সহজ হয়েছে। সেগুলো হলো :

১. এর মাধ্যমে হাসপাতালে আগত সকল রোগীর তথ্য সংরক্ষিত ও পরবর্তীতে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক পেয়ে যাবেন পূর্বের সকল তথ্য।

২. রোগী খুব সহজে সকল পরীক্ষার রিপোর্টের কপি নিতে পারবেন।

৩. দ্রুত সময়ে সার্ভিস। 

৪. কমছে রোগীর কাগজ পত্র নিয়ে হয়রানি

৫. পরীক্ষার বা ভর্তির টাকা পরিশোধ বিষয়ক থাকবে না জটিলতা

৬. চিকিৎসকগন এই তথ্য ভান্ডার থেকে বিভিন্ন গবেষণা ও যে কোন রোগের প্রাদুর্ভাব কোন এলাকায় বেশি, ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন।

৭. হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আইনি সমস্যায় সহায়ক।

আরও পড়ুন