Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল পেইন মেডিসিনের যাত্রা শুরু

Main Image

বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল পেইন মেডিসিন এর যাত্রা শুরু উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান


ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের আধুনিক চিকিৎসা পদ্ধতিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে "বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল পেইন মেডিসিন" এর যাত্রা শুরু হয়েছে। গত ১২ আগস্ট রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডা. মোহাম্মদ শামসুল আরেফীনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 


এই সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের ইন্টারভেনশন পেইন ম্যানেজমেন্ট পদ্ধতিকে সকলের মধ্যে জানানো। পাশাপাশি এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। এতে করে বাংলাদেশের রোগীরা দেশে বসে উন্নত বিশ্বের সমমানের চিকিৎসা পাবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 


উল্লেখ্য, ১৯৪৬ সালে স্যার ডা. বনিকার হাত ধরে পেইন ম্যানেজমেন্ট এর সূচনা হয়। পরবর্তীতে নব্বইয়ের দশকে স্যার ডাঃ পৃত্থিরাজ এর হাতে ব্যথা নিরাময়ে নতুন পদ্ধতি যাত্রা শুরু হয় ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট পদ্ধতি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এর যাত্রা শুরু গত এক দশক ধরে।

আরও পড়ুন