Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


একদিনে আরও ১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল রেকর্ড ৪১৬ জনে। এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪শ’ ৮০ জন।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, রোববার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত সারাদেশে ২ হাজার ৪শ’ ৮০ জন নতুন রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯শ’ ১৯ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫শ’ ৬১ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৯ হাজার ৪শ’ ৩১ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ৪ হাজার ১শ’ ৪০ জন ও ঢাকার বাহিরে ৫ হাজার ২শ’ ৯১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৮শ’ ৯১ জন। এরমধ্যে ঢাকায় মোট আক্রান্ত ৪৩ হাজার ৬শ’ ৬৫ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী ৪৪ হাজার ২শ’ ২৬ জন।


গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ হাজার ৭শ’ ৬৪ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলো থেকে ছুটি পেয়েছেন ১ হাজার ১শ’ ৩ জন। দেশের অন্যান্য হাসপাতাল থেকেও ছাড় পেয়েছে ১ হাজার ৬শ’ ৬১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৭৮ হাজার ৪৪ জন। এরমধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ৩৯ হাজার ২শ’ ৭ জন। ঢাকার বাইরে মোট ছাড়প্রাপ্ত রোগী ৩৮ হাজার ৮শ’ ৩৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত মোট ডেঙ্গু রোগী মারা গেছে ৪১৬ জন। এরমধ্যে ঢাকায় মৃত্যুবরণকারী ডেঙ্গুরোগী ৩১৮ জন। আর দেশের অন্যান্য স্থানে মারা গেছে ৯৮ জন।

আরও পড়ুন