Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেঙ্গুতে ডা. শরীফা বিনতে আজিজের মৃত্যু

Main Image

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শরীফা বিনতে আজিজ


ডেঙ্গুতে আক্রান্ত হয় মৃত্যুবরণ করলেন আরও এক নারী চিকিৎসক শরীফা বিনতে আজিজ। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে ডা. শরিফার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

তিনি জানান, প্রয়াত ডা. শরীফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন (৪৩ তম ব্যাচের শিক্ষার্থী)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এফসিপিএস কোর্সে ছিলেন।

এরআগে, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ডা. শরিফাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহারের জয়পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

এর আগে গত ৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাণ গেল আলমিনা দেওয়ান মিশু নামে আরেক নারী চিকিৎসকের।

আরও পড়ুন