Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নিটোরের নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান

Main Image

নিটোরের নতুন পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান


ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান। 

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে তিনি একই প্রতিষ্ঠানের অর্থপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা অধ্যাপক ডা. কাজী শামীম উজজামানকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান  আগামী ৭ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন তিনি।

আরও পড়ুন