Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এবার ডেঙ্গু মোকাবেলায় বিটিআই ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা


এবার ডেঙ্গু মোকাবেলায় ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস (বিটিআই) নামের ব্যাকটেরিয়া প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে ফিল্ড ট্রায়াল সম্পন্ন হয়েছে। স্যাম্পল রিপোর্ট হাতে পেলেই শনিবার (৫ আগস্ট) থেকে এর প্রয়োগ শুরু হবে। সূত্র : যমুনা টিভি অনলাইন। 

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরে  ইতোমধ্যে ২৭৩ জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ঢাকায়  মারা গেছেন ২১৭ জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় আনা বিটিআই প্রযুক্তি আনায় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে প্রযুক্তিটি যেহেতু নতুন, তাই এর বৈজ্ঞানিক ব্যবহার ও ডোজ নির্ধারণ জরুরি বলে পরামর্শ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। 

উল্লেখ্য, বিটিআই হল এক ধরনের জৈবিক লার্ভিসাইড। এটি কার্যকরভাবে মশা ও মাছির লার্ভা ধ্বংস করে। মশা-মাছির বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে জলজ আবাসস্থলে এ কীটনাশক প্রয়োগ করতে হয়। মশার লার্ভা ধ্বংসকারী এই ব্যাকটেরিয়া মানবদেহে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে না বলে দাবি ডিএনসিসি কর্তৃপক্ষের। 

আরও পড়ুন